সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ পুলিশের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ স্থাপন করেছে পুলিশ। এতে করে পুলিশে প্রথমবারের মতো বেতার যোগাযোগের ক্ষেত্রে এক নবদিগন্ত উন্মোচিত হলো।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা জানান, বাংলাদেশ পুলিশে এই প্রথম ভিস্যাট-এর সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ঢাকাসহ পুলিশের অন্যান্য ইউনিটসহ নোয়াখালীর ভাসানচরে স্থাপিত ভাসানচর থানা এবং রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে গতকাল সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।

তিনি বলেন, এর ফলে ঘূর্ণিঝড়সহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগেও এ দুর্গম এলাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নের এ উদ্যোগ বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের সুদূরপ্রসারী ও দূরদর্শী চিন্তার এক সফল বাস্তবায়ন বলে মনে করে পুলিশ সদর দফতর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন