শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সম্পর্ক থাকাটা ভালো, খারাপ কিছু নয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১৪ এএম

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা কারণেই আলোচিত। এবার রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের বিষয় তুলে নতুনভাবে আলোচনার জন্ম দিলেন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে তার সম্পর্ক থাকাটা ভালো, খারাপ কিছু নয়। স¤প্রতি ফক্স নিউজকে দেয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে একথা জানান ট্রাম্প। মানবাধিকার সংগঠনগুলো এ মাসেই উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের নেতৃত্বে দেশটি দুর্ভিক্ষের মুখোমুখি বলে সমালোচনা করলেও ট্রাম্প কিমের প্রশংসা করেন। ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, আমি যখন প্রেসিডেন্ট হলাম তখন ওবামা বলেছিলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো উত্তর কোরিয়া, একটি যুদ্ধ হতে যাচ্ছে। কিন্তু কোনো যুদ্ধই হয়নি। তিনি আরও বলেন, আমাকে চিঠি লেখে কিম। আমি ওকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে। এতে সমস্যা কী। উত্তর কোরিয়ার শাসক কিমের বিরুদ্ধে নানা সময়েই স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে থাকে। তাইতো কিমকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য হইচই ফেলেছে। ফক্স নিউজ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন