সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শাকিল অষ্টম দিশা সপ্তম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

করোনাকালে লকডাউনের মধ্যেও খেলা ও অনুশীলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। এরই ধারাবাহিকতায় গতকাল সিঙ্গাপুর ওপেন অনলাইন শুটিং প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের শুটাররা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে শাকিল আহমেদ ৫৭০ স্কোর করে ফাইনালে উঠেন। পরে ফাইনালে তিনি ১১৩.৯ স্কোর করে অষ্টম হন। পিস্তল ইভেন্টে ছয় দেশের ২৬ শুটার অংশ নেন। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রিসালাতুল ইসলাম কোয়ালিফাই রাউন্ডে ৬১৯.২ এবং ফাইনালে ১২০.৮ স্কোর করে অষ্টম হয়েছেন। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে সৈয়দা আতকিয়া হাসান দিশা ৬২২.৫ স্কোরে ফাইনালে কোয়ালিফাই করলেও সেরা হওয়ার লড়াইয়ে ১৪৪.২ স্কোর করে সপ্তম হন। এই ইভেন্টেও ছয় দেশের ২১ জন পুরুষ এবং ৩১ জন নারী শুটার অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন