শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সঙ্গীতশিল্পী ন্যনসির সংসার ভাঙছে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

বেশ কিছুদিন ধরেই শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির সংসার ভাঙনের খবর পাওয়া যাচ্ছিল। তখন এ খবর গুঞ্জণ হিসেবেই ছিল। তবে এবার আর গুঞ্জণ নয়। ন্যানসি নিজেই জানিয়েছেন, তিনি এখন স্বামীর সঙ্গে থাকছেন না। ন্যানসি তার ভেরিফায়েড ফোসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আমি এবং জায়েদ (ন্যানসির স্বামী) দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যে আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। স্বামী সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, উল্লেখ করে তিনি লিখেছেন, যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘ দিনের বন্ধু, কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাটকীয়ভাবে বলব না আমরা আজীবন বন্ধু থেকে যাবো। কিছু বৈরী সম্পর্ক তৈরি না হলে নিশ্চয়ই আলাদা থাকতাম না। কে সঠিক, কে বেঠিক, এ নিয়ে ফিসফিস করবার কিছু নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হবে। আলাদা থাকলেও বিবাহবিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন ন্যানসি। এ বিষয়ে তিনি লিখেছেন, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেয়া হবে। তারপর নতুন জীবনে কী করবো সেটা আপাতত ভাবছি না। তিনি লিখেন, জীবন থেমে থাকে না, নিশ্চিত নতুন করে পথ চলা শুরু করবো। উল্লেখ্য, ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যানসি। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন। তিনি ব্যবসার সঙ্গেও জড়িত। দুই মাস ধরেই আলাদা থাকছেন জায়েদ ও ন্যানসি। ন্যান্সির দ্বিতীয় বিয়ে ছিল এটি। এর আগে ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে সংসার জীবনের ইতি টানেন ন্যানসি। সেই সংসারে রোদেলা নামের মেয়ে সন্তান আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন