চলচ্চিত্রকে অঘোষিতভাবেই বিদায় জানিয়েছেন দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এই বিদায় জানিয়ে তিনি ছেলে ও পরিবার নিয়ে এখন স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানে বসবাস করলেও বছরে এক-দুইবার দেশে আসেন। এবার ইচ্ছা ছিল, ঈদ দেশে এসে করবেন। কিন্তু দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তার আসা হচ্ছে না। এ জন্য শাবনূরের মন খারাপ। তিনি বলেন, বিশ্বের যেখানেই থাকি না কেন, নিজের দেশের মতো তা মনে হয় না। নিজের দেশের তুলনা কোনো দেশের সাথে চলে না। তাই বছরে একবার হলেও দেশে ছুটে যাই। এবার করোনার কারণে যাওয়া হচ্ছে না বলে মনটা খারাপ লাগছে। অস্ট্রেলিয়া থেকে শাবনূর জানান, করোনার মধ্যে অস্ট্রেলিয়া থেকে বাইরে যেতে হলে অনেক ফরমালিটি মেইনটেইন করতে হয়। তবে এখানে (অস্ট্রেলিয়া) করোনার সংক্রমণ বলা যায় শূন্যের কোঠায় নেমে এসেছে। সরকারের বেঁধে দেয়া নিয়ম লোকজনও অক্ষরে অক্ষরে পালন করেছে। বাংলাদেশে যেহেতু করোনার সংক্রমণ অনেক বেড়েছে, তাই এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা বাদ দিতে হয়েছে। সবকিছু স্বাভাবিক হলে যাব। সবারই সুরক্ষা জরুরি। শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহানের বয়স এখন আট বছর চলছে। দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। শাবনূর বলেন, সিডনিতে এখন পুরোদমে স্কুল চলছে। আইজানের খুব একটা দেখাশোনা করতে হয় না। সে নিজের খেয়াল নিজে রাখতে শিখেছে। এখানকার বাচ্চারা এমনিতেই খুব স্মার্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন