বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনাকালে অভিনব বিয়ের ভিডিও ভাইরাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১২:০৩ এএম

আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ফের ধীরে ধীরে ঘরবন্দী হয়ে পড়ছে মানুষ। দ‚রে কোথাও বেড়াতে যাওয়া হোক কিংবা পারিবারিক অনুষ্ঠান- সমস্ত পরিকল্পনা পÐ। প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা অনেক বেশি হওয়ার ফলে আতঙ্কও অনেক বেশি। কিন্তু এমন পরিস্থিতিতে সকলে কি আর পরিকল্পনা মুলতবি রাখছেন? ভারতের বিহারের বেগুসরাইয়ের একটি বিয়ের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কীভাবে সামাজিক দ‚রত্ব মেনে নিয়েও মালাবদল করছেন বর-বধ‚! অভিনব এই বিবাহ অনুষ্ঠান দেখে বিস্মিত নেটিজেনরা। ছত্তিশগড়ের অতিরিক্ত পরিবহন কমিশনার দীপাংশু কাবরা টুইটারে শেয়ার করেছেন এই মজাদার ভিডিওটি। কী দেখা যাচ্ছে ভিডিওয়? দেখা যাচ্ছে বিয়ের আসরে মাস্ক পরে বর ও বধ‚। দু’জনের কাছেই রয়েছে ছোট বাঁশের লাঠি। ওই লাঠির সাহায্যেই একে অপরের গলায় মালা পরিয়ে দিচ্ছেন তারা! এমন আশ্চর্য উপায়ে মালাবদল দেখে অবাক সবাই। এই করোনাকালে এমন অনেক অদ্ভুত বিয়ের আসর অবশ্য এর আগেও দেখা গেছে। কয়েক দিন আগেই দেখা গিয়েছিল বর-বধ‚ তো বটেই, পুরোহিত এবং বাকিরাও সম্প‚র্ণ পিপিই কিট পরে বিয়ের আসরে হাজির হয়েছিলেন। পাত্র করোনা আক্রান্ত বলেই এমন ব্যবস্থা। কিন্তু এই ভিডিও যেন তার চেয়েও বেশি অবাক করা। তাই স্বাভাবিকভাবেই তা ভাইরাল হতে সময় লাগেনি। সংবাদ প্রতিদিন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন