ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী ডাচেস কেট উইলিয়াম ইউটিউব চ্যানেল চালু করেছেন। দ্য ডিউক এন্ড ডাচেজ অব কেমব্রিজ নামের ওই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটি ২৫ সেকেন্ডের। বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে উইলিয়াম ও কেটের স্মরণীয় মুহূর্তগুলোর হাইলাইটস উঠে এসেছে ভিডিওতে। ভিডিওটির শুরুতেই দেখা যায়, এই দম্পতি পরস্পরের সঙ্গে হাসি-ঠাট্টা করছেন। উইলিয়াম হাসতে হাসতে কেটকে বলছেন, চিন্তাভাবনা করে কথা বলো, এরা সব ভিডিও করছে। কেটও হাসিমুখে উত্তর দেন, আমি জানি। ভিডিওটি এরইমধ্যে ১০ লাখের বেশি বার দেখা হয়েছে। কেট ও উইলিয়ামের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ২ লাখের বেশি মানুষ। গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন