শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাবনূরের ইউটিউব চ্যানেল হ্যাকড

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

ইউটিউব চ্যানেল খুলতে না খুলতেই হ্যাকারের কবলে পড়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী চিত্রনায়িকা শাবনূর। স¤প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবে সরব হয়েছেন তিনি। নিয়মিত স্ট্যাটাস ও ভিডিও পোস্ট করেন। লাইভেও আসেন। এ অবস্থায় তার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে বলে শাবনূর জানান। তিনি জানান, ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আপাতত ঢুকতে পারলেও ইউটিউব চ্যানেলে ঢুকতে পারছেন না। তিনি বলেন, আমার যে মেইল থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল কন্ট্রোল করা হতো তা হ্যাকড হয়েছে। আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢুকতে পারলেও ইউটিউব চ্যানেলটিতে একদমই পারছি না। আমি জানি না, তারা ফেসবুক ও ইনস্টাগ্রামটি দখল নিয়েছে কিনা। তাই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার পেজ, প্রোফাইল ও ইউটিউব চ্যানেলের কোনও পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন