চিত্রনায়িকা ববি নিজস্ব ইউটিউব চ্যানেল চালূ করেছেন। তার চ্যানেলটির নাম ‘ববস্টার ফিল্মস’। এই চ্যানেলে ববি অভিনীত চলচ্চিত্রগুলোর ভিডিও এবং অডিও গান, ট্রেলার, প্রমো, বিহাইন্ড দা সিনসহ সিনেমার বিভিন্ন প্রচারণাম‚লক ভিডিও ও অডিও ক্লিপ নিয়মিত প্রকাশ করা হবে বলে জানান তিনি। এদিকে, ‘রক্তমুখী নীলা’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ববি। সিনেমাটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা জয়দ্বীপ মুখার্জী। এতে ববির বিপরীতে অভিনয় করবেন কলকাতার সব্যসাচী মিশরা। বিগ বাজেটের সিনেমাটি আন্তর্জাতিকভাবেও মুক্তি পাবে বলে জানান ববি। ‘বাংলা, হিন্দি ও তামিল ভাষাতেও ছবিটি ডাবিং করা হবে। এছাড়া এ বছর মুক্তি পাবে ববি অভিনীত ‘নোলক’ সিনেমাটি। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন