শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৪ কোটি ৬০ লাখ মানুষ টিকা পাবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ১২:০২ এএম

বিশ্বব্যাপী কয়েক কোটি অভিবাসন প্রত্যাশী, অভিবাসী, শরণার্থী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ করোনার টিকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক নতুন গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৈশ্বিকভাবে করোনার টিকার স্বল্পতার সমস্যা অবসান হলেও অন্তত চার কোটি ৬০ লাখ মানুষ টিকা পাবে না। বঞ্চিতদের এই তালিকায় রয়েছে গত ছয় দশক ধরে গৃহযুদ্ধ চলা কলম্বিয়ার ৫৬ লাখ মানুষ, কেনিয়া ও সিরিয়ার লাখ লাখ শরণার্থী এবং ইউক্রেনের অন্তত ৫০ লাখ অভিবাসী। এছাড়া ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার বিপুল সংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ রয়েছে এই তালিকায়। গত মার্চে করা তালিকায় পাকিস্তানের নাম এলেও পরে এটি সংশোধন করা হয়। কারণ পাকিস্তান বাস্তুচ্যুতদের টিকাদান প্রকল্পের আওতায় অন্তর্ভূক্ত করেছে। গত কয়েক মাস ধরে করোনার টিকা থেকে বাদ পড়ে যাওয়ার এই বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করছে আন্তর্জাতিক স্বাস্থ্য গ্রুপগুলো। দরিদ্র দেশগুলোর জন্য টিকা বরাদ্দের প্রকল্প কোভাক্সের পেছনে যে গ্রুপগুলো রয়েছে তারা এ ব্যাপারে একটি কমিটি করেছে। তারা কোভাক্সের মাধ্যমে দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য বরাদ্দ করা টিকা থেকে ৫ শতাংশ পৃথক করার আহবান জানিয়েছে। এই টিকাগুলো মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্সের মতো বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে
সবচেয়ে অরক্ষিত ২০ শতাংশ জনগোষ্ঠীকে দেওয়ার আহবান জানিয়েছে। রয়টার্র্র্র্র্র্র্র্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন