কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ১০ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। গতকাল লেম্বুর বন সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পেয়ে মৎস্য বিভাগকে খবর দেয় স্থানীয়রা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃত ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালে জড়িয়ে আঘাতে মৃত্যু হয়েছে। এর আগেও কুয়াকাটার সৈকতে ভেসে আসে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি। তবে কি কারণে এসব সামুদ্রিক জীবের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনুপ সাহাকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ঘটনাস্থলে মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। কি কারণে মাছটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়ার জন্য পোস্ট মর্টেম করার চেষ্টা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন