চট্টগ্রামের ফটিকছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ৮টা নাগাদ উপজেলার সমিতিরহাট ইউপির ছাদেক নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাইসা মনি। তার বয়স ৮ বছর। সে ওই এলাকার প্রবাসী দিল মোহাম্মদের কন্যা।
জানা গেছে, মঙ্গলবার সকালে প্রচণ্ড ঝড়ো হাওয়ার সময় রাইসা মনি ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠানে আম কুড়চ্ছিল। এ সময় বিকট শব্দের বজ্রপাত হলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকে বাঁচাতে গিয়ে রাইসার মাও গুরুতর আহত হয়।
পরে প্রতিবেশীরা মা-মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক শিশু রাইসাকে মৃত ঘোষণা করে এবং শিশুটির মা রোকসানা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন