বিনোদন ডেস্ক : ঈদের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলেন ছোট পর্দার তারকারা। কেউ কেউ ঈদের আগের দিন পর্যন্ত নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ঈদের দিন থেকে তাদের কাজের চাপ কমেছে। এ সুযোগে অনেকেই দেশের বাইরে গেছেন অবসর কাটাতে, আবার কেউ গেছেন গ্রামের বাড়িতে। তবে ঢাকায় যারা ঈদ পালন করেছেন, তাদের অনেকেই ঈদের দ্বিতীয় দিন রাতে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হাজির হন। এই আয়োজন করেন প্রডাকশন হাউস দৃকের কর্ণধার সৈয়দ ইরফান উল্লাহ। তার বারিধারার বাসায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় মুখ। তারকা দম্পতিদের মধ্যে উপস্থিত ছিলেন নাঈম-নাদিয়া, হিল্লোল-নওশীন, ইন্তেখাব দিনার-বিজরী বরকতউল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন রওনক আহমেদ, নাজনীন চুমকি, নোমিরা, জেমি, সোহানা সাবা, নাজিরা মৌ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন একজন অভিনেত্রী বলেন, ইরফান ভাইয়ের আমন্ত্রণে তার বাসায় ঈদ পুনর্মিলনী হয়। অনেক প্রিয় মানুষের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছি। সেখানে আমরা ডিনার করেছি, আড্ডা দিয়েছি এবং অভিনেতা নাঈম ভাইয়ের একটি নাটক প্রচার হয়েছিল সেটি দেখেছি। খুব এনজয়েবল একটি গেট টুগেদার পার্টি ছিল এটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন