শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অ্যাডবক্স প্রকাশ করেছে পাঁচ অ্যালবাম

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই বাংলাদেশি মোবাইল কোম্পানির সাথে মোবাইল কনটেন্ট প্রোভাইডার (সিপি) হিসেবে কাজ করে আসছে অ্যাডবক্স বাংলাদেশ লি.। সম্প্রতি প্রতিষ্ঠানটি জনপ্রিয় মিউজিক অ্যাপ ‘গানবক্স’ এর মাধ্যমে ডিজিট্যালি প্রকাশ করেছে ৫টি একক ও মিশ্র গানের অ্যালবাম। সংগীতের তিন তারকা ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী ও আগুনের গান নিয়ে সাজানো হয়েছে ‘তিন তারা’ অ্যালবামটি। শাহরিয়ার বেলালের কথা-সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। দীর্ঘদিন পর ক্লোজআপওয়ান তারকা সালমার নতুন একক ‘দরদ’ প্রকাশ করেছে। কণ্ঠশিল্পী তৌসিফ ও রেজওয়ানের সুরে অ্যালবামের গানগুলো লিখেছেন ওমর ফারুক, জুয়েল মাহমুদ ও আশিক বন্ধু। প্রকাশ করেছে তৌসিফ ও নদীর প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন যদি চায়’। অ্যালবামের গানগুলোর সুর করেছেন তৌসিফ ও রেজওয়ান। আর রোমান্টিক ঘরানার গানগুলো লিখেছেন জুয়েল মাহমুদ, ফিদেল, স্নোহাশীষ ও সুমন। ডিজে রাহাত এবার হাজির হয়েছেন বেশ কজন তারকা শিল্পীকে নিয়ে। তারা হলেন কণা, ন্যানসি, জুলি, কোনাল ও ঐশী। অ্যালবামের নাম ‘ডিজে রাহাত উইথ স্টারস’। মীর মাসুম ও ফিদেল হাসানের সুরে সবগুলো গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। প্রকাশ করেছে জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুলের সিঙ্গেল ট্র্যাক ‘স্বপ্ন দেবো’। তারেক তুহিনের কথায় গানটির সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। অ্যাডবক্স-এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম (সামির) বলেন, ‘বিনোদন মানেই এখন অনলাইন কেন্দ্রিক প্রায় সব কিছু। সেই প্রেক্ষিতে দেশীয় সংগীত এবং শিল্পীদের একটি নতুন সুযোগ এবং এক্সপার্ট গাইডলাইন দেয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা বাংলাদেশের সংগীতপ্রেমীদেরকে আরও ভালো কোয়ালিটির মিউজিক দিতে চাই ডিজিটাল মাধ্যমে। স্বপ্ন দেখি বাংলাদেশের ডিজিটাল মিউজিক ইন্ডাস্ট্রি আমাদের মাধ্যমেই সফল্যের পথে এগিয়ে যাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন