বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শামীম জামানের দশ পর্বের ধারাবাহিক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০২ এএম

ঈদ উপলক্ষে শামীম জামান নির্মাণ করেছেন দশ পর্বের ধারাবাহিক নাটক পিলিয়ার। এটি রচনা করেছেন বৃন্দাবন দাস। প্রতিদিন ৯:২০ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে। এতে অভিনয় করেছেন চঞ্চল চোধুরী, শামীম জামান,আরফান আহম্মেদ, শিরিন আলম, আমানুল হক হেলাল, আনিসুর রহমান বরুন সঞ্জিব আহম্মেদ, তন্নি সর্নলতা,পারভেজ, জাহিদ। নাটকটির গল্প গড়ে উঠেছে, ৪ পেশাদার জুয়ারিকে নিয়ে। তারা জুয়া খেলার নেশায় এতোই মত্তো থাকে যে, পরিবার পরিজনসহ সব কিছু ভুলে যায়। এর মাঝে জুয়াড়ি বাদশা তার মেয়ে খুব অসুস্ত হয়ে পড়ে, বাদশা তখন জুয়া খেলতে যায়। সেদিন অনেক টাকা জিতে নিয়ে আস। বাদশা মনে মনে খুব খুশী হয়, এবার মেয়ের চিকিৎসা করবে। কিন্তু বাড়িতে এসে দেখে মেয়ে মারা গেছে। শামীম জামান বলেন, প্রতি বছর ঈদে দর্শকদের কাছে ভিন্নভাবে হাজির হওয়ার চেষ্টা করি। প্রতিটি নাটকে বৈচিত্র আনার চেষ্টা থাকে। এই নাটকটি তার ব্যতিক্রম না। আশা করি সবার ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন