শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ওটিটিতেই ব্লকবাস্টার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’

মোহাম্মদ শাহ আলম : | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০২ এএম

কোভিড১৯-এর মত বিশাল বাধা অতিক্রম করেও শেষ পর্যন্ত এবারের ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সালমান খানের ফিল্ম ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ভারতে জি-ফাইভ ও জি প্লেক্স-এ, আর ভারতের বাইরে সীমিত প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার (১৩ মে) মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। চলচ্চিত্র একটি বড় ক্যানভাসের মাধ্যম; সিনেমা থিয়েটারে না হলে ঠিক একে মানায় না, আর বাণিজ্যিক সাফল্য নিয়েও সংশয় রয়ে যায়। কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে ছবিটি মুক্তির প্রথম দিনেই ওটিটি প্লাটফর্মে অল্প সময়ে সবচে বেশি দর্শক পাওয়ার ইতিহাস গড়েছে। দর্শকদের চাপে প্রথম দিনেই ক্র্যাশ করে জি ফাইভ অ্যাপ, জানা গেছে একবারে সাড়ে বারো লাখ আগ্রহী দর্শক একই সময় অ্যাপে লগ ইন করার চেষ্টার কারণেই ঘটে এই বিপত্তি। জি ফাইভের পক্ষ থেকে টুইটারে পোস্ট করে জানানো হয়, ‘আপনাদের এই পরিমাণ ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। ফিরে আসব খুব তাড়াতাড়ি।’ অবশ্য এরপর খুব দ্রুতই সমস্যার সমাধান করে ফেলেন তারা। ওটিটির পাশাপাশি ভাইজানের রাধে প্রথম দিনেই বক্স অফিসেও বাজিমাত করেছে। দর্শকদের বাঁধনছাড়া উচ্ছ্বাস এবং পজিটিভ ফিল্ম রিভিউ আবারও প্রমাণ করে দিয়েছেন তিন খানের লড়াইয়ে তিনি যেন এক কদম এগিয়েই রয়েছেন। প্রথম দিনেই প্রায় ৮০ শতাংশ টিকিট ঝড়ের গতিতে বিক্রি হয়েছে। ভাইজানের ফার্স্ট ডে ফার্স্ট শো অনেকেই চুটিয়ে উপভোগ করেছেন। বলিউডের এই মশলাদার অ্যাকশন ছবি ব্লকব্লাস্টার যে হতে চলেছে তা নিয়ে কোনও দ্বিমত নেই। অ্যাকশন প্যাকড সালমান খানই ‘রাধে’র প্রধান আকর্ষণ, দিশা পাটানি শুধু সৌন্দর্য বর্ধন করেছেন, জ্যাকি শ্রফকে এমন কমেডি ভূমিকায় কেউ প্রত্যাশা করেনি। এদিকে ছবি মুক্তির আগের দিন অর্থাৎ বুধবার ভারতের হল মালিকদের কাছে দুঃখ প্রকাশ করে ভাইজান জানিয়েছিলেন, এ বছর তার ফিল্ম হলে রিলিজ হতে পারছে না, তার কারণ কোভিডের দ্বিতীয় ঢেউ। বিশেষত যারা রাধের রাইটস কিনেছিলেন তাদের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন অভিনেতা। তবে হলে মুক্তি না পেলেও ওটিটিতে সালমানের দাপটে ফের আর একবার প্রমাণিত হল 'সালমান ইজ সালমান'। ৫০ থেকে ১০০ কোটি বাজেটে নির্মিত ফিল্মটির ওটিটি স্বত্ব বিক্রি হয়েছে ২০০ কোটি রুপিতে। এছাড়া সঙ্গীত স্বত্ব আর টিভি প্রচার স্বত্বের বিনিময় জানা যায়নি। তাই বস্তুত মুক্তি পাবার আগেই ফিল্মটি ১০০ কোটি ক্লঅবে অন্তর্ভুক্ত হয়ে যায়। ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ পরিচালনা করেছেন প্রভুদেবা। ছবিতে সালমান ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুডা ও জ্যাকি শ্রফ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এদিকে তামিলরকার্স ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পাবার কয়েক ঘণ্টার মধ্যেই নেটে ফিল্মটি কপি ছেড়ে দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন