শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পনের লাখ ছাড়িয়ে মমতাজের লোকাল বাস

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ফোক সম্রাজ্ঞী মমতাজের গাওয়া ‘লোকাল বাস’ শিরোনামের গানটি ইউটিউবে রেকর্ড সৃষ্টি করেছে। ইউটিউবে গানটি প্রকাশের পর এর দর্শক ভিউ পনের লাখ ছাড়িয়ে গেছে। ‘বন্ধু তুই লোকাল বাস, ও বন্ধু তুই লোকাল বাস/আদর কইরা ঘরে তোলস, ঘাড় ধইরা নামাস’ মমতাজের গাওয়া এই গান এখন দেশীয় সংগীতাঙ্গনে অন্যতম আলোচিত বিষয়। এর জমকালো ভিডিও দেখে দর্শক-শ্রোতারা মুগ্ধ হচ্ছেন। মমতাজের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতায়োজক প্রিতম হাসান। তার সঙ্গে মিলে এটি সুর করেছেন লুৎফর হাসান। তিনি ও গোলাম রাব্বানী যৌথভাবে লিখেছেন এর কথা। এ মাসের শুরুর দিকে গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ভিডিওটি। তানিম রহমান অংশু নির্মিত ৭ মিনিট ১০ সেকেন্ড ব্যাপ্তির ভিডিওটির প্রথম তিন মিনিটে দেখানো হয়েছে শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন। এ গানের মাধ্যমেই প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন টয়া। নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
সোহেল ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০৩ পিএম says : 1
ভাই আর কোন নিউজ নাই ?
Total Reply(0)
ইমরান ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০৩ পিএম says : 0
তো কি হয়েছে ?
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন