রাজধানীর খিলগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে সাইফুল ইসলামের স্ত্রী আইরিন সুলতানা বাদী হয়ে সবুজবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ১৮। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁও ও সবুজবাগ এলাকার মাঝামাঝি চায়না পার্ক নামে একটি ভবনের সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হন সাইফুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।
সবুজবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ আমিনুল বাশার বলেন, আমরা এখনও কোনো আসামি গ্রেফতার করতে পারিনি। গ্রেফতারে অভিযান চলছে। আসামি গ্রেফতারের পরই ঘটনার পুরোটা জানা যাবে। সাইফুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের খিলগাঁওয়ের ২ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। সাইফুলের নামেও থানায় খুনের মামলা রয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন