বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার সালমার কণ্ঠে ব্যাপক আলোড়ন তোলা গান নয়া দামান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

সিলেটের আঞ্চলিক গান ‘আইলারে নয়া দামান আসমানেরও তেরা/ বিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেড়া/ দামান বও দামান বও’ গানটি সোস্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। শ্রোতারাও গানটি উপভোগ করছেন। গানটির ব্যতিক্রমী মিউজিক, কথা ও সুরের কারণে এখন শ্রোতাদের মুখে মুখে। মুজার সঙ্গীতায়োজনে গানটিতে প্রথম কণ্ঠ দেন সিলেটের মেয়ে তোসিবা বেগম। তার গাওয়া গানটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গানটির মূল শিল্পী একুশে পদকপ্রাপ্ত পন্ডিত রামকানাই দাসের মা লোককবি দিব্যময়ী দাস। গানটির কথা ও সুর তারই। ৫০-৬০ বছর আগে প্রচলিত এই গান মানুষের মুখে মুখে ছিল। এর ফলে গানের কথায় কিছুটা পরিবর্তন এসেছে। পন্ডিত রামকানাই দাস নিজের অ্যালবামে গানটি ব্যবহার করলেও কোথাও তার মায়ের নাম লেখা ছিল না। গত মার্চে প্রবাসী মিউজিশিয়ান মুজা গানটির অডিও ট্র্যাক লিরিক্যাল ভিডিও প্রকাশ্যে আনেন। গানটি ভাইরাল হওয়ার পর সঙ্গীতশিল্পী সালমা এটি নতুন করে গান। আরটিভি মিউজিকের আয়োজনে তিনি গানটি গেয়েছিলেন। এটি ইউটিউবে দেয়ার পর ব্যাপক সাড়া ফেলে। ইতোমধ্যে ইউটিউবে গানটি ১০ লাখের বেশি এবং ফেসবুকে ২৫ লাখের বেশি দেখা হয়েছে। সালমা বলেন, আরটিভিকে বিশেষ ধন্যবাদ এতো সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে গান করার সুযোগ দেয়ার জন্য। গানটি গাইতে পেরে বেশ ভালো লেগেছে। খুব সাড়া পাচ্ছি। সালমা বলেন, গত মার্চে গানটিতে কণ্ঠ দেয়ার কথা থাকলেও করোনার কারণে ও ব্যক্তিগত ব্যস্ততায় ময়মনসিংহে থাকায় কণ্ঠ দিতে পারেননি। তাই গানটি প্রচারে খানিকটা বিলম্ব হয়েছে। গানটির সঙ্গীতায়জন করেছেন জে কে মজলিস। গানটিতে প্রচলিত কথা ও সুর ব্যবহার করা হয়েছে। আরটিভি কর্তৃপক্ষ নতুন করে গানটির মিউজিক ভিডিও আকারে প্রকাশ করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন