শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ৪:৩৪ পিএম

চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সরকারি বিধিনিষেধের কারণে বর্তমান পরিস্থিতিতে ৪২তম বিএসএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় ঘোষণা করা হলেও তা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আগামী ২৩ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে দেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর স্বল্পতম সময়ে মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে অথবা টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন