২০১৮’র সাইফাই হরর ‘আ কোয়ায়েট প্লেস’-এর চূড়ান্ত ট্রেলার মুক্তি পেয়েছে। এই পর্বে এমিলি ব্লান্ট রূপায়িত এভলিন শুধু আওয়াজ শুনে শিকারকে শনাক্ত করতে সক্ষম এলিয়েন দানবদের হাত থেকে তার সন্তানদের রক্ষা করবে। চূড়ান্ত ট্রেলারে আভাস পাওয়া গেছে অ্যাবট পরিবার এলিয়েন দানবকে মোকাবেলা করবে। অ্যাবটদের দুই সন্তানের ভূমিকায় ফিরবে মিলিসেন্ট সিমন্ডস এবং নোয়া জ্যুপ। জন ক্রানিস্কির পরিচালনায় কাস্টে নতুন সংযোজন সিলিয়ান মার্ফি আর জিমন হনস্যু। ফিল্মটির সিনপসিসে উল্লেখ করা হয়েছে, শুধু এলিয়েন দানব আর নীরবতা নয় অ্যাবট পরিবারকে নতুন হুমকির মোকাবেলা করতে হবে। ‘আ কোয়ায়েট প্লেস পার্ট টু’ নিয়ে দর্শকদের আগ্রহ এরই মধ্যে প্রমাণিত হয়েছে। কলাইডারের স্টিভ ওয়াইনট্রব ফিল্মটিকে ‘দারুণ সিকুয়েল’ বলে উল্লেখ করেছে। ওয়াইনট্রব টুইট করেছেন : ‘আ কোয়ায়েট প্লেস পার্ট টু দারুণ সিকুয়েল এটি নতুন জগতে নিয়ে যাবে। পুরো সময় আমাকে উত্তেজনায় রেখেছে। এর ব্যাপ্তি ১ ঘণ্টা ৪৫ মিনিট। এটি শেষ হয়েছে চরম উত্তেজনার মধ্য দিয়ে। ‘আ কোয়ায়েট প্লেস পার্ট থ্রি’ নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না।’ মাত্র ২০ মিলিয়ন ডলার বাজেটে ক্রাসিনস্কি পরিচালিত ও অভিনীত ‘আ কোয়ায়েট প্লেস’ ৩৪১ মিলিয়ন ডলার আয় করেছিল, পেয়েছিল বিপুল প্রশংসা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন