শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মৌসুমী-ওমর সানি ছেলের রেস্তোরাঁয় শিশা বার!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১২:০১ এএম

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে শিশা সেবনের সরঞ্জামসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্টানা লাউঞ্জ নামে রেস্তোরাঁটির তিন মালিকের একজন হলেন তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন। গুলশান ১ ও ২ নম্বর সেকশনের মাঝামাঝি আরএম সেন্টার ভবনে অবস্থিত রেস্তোরাঁয় গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, রেস্তোরাঁটিতে দুই প্যাকেট এবং আরও কিছু খোলা শিশার উপকরণ পাওয়া গেছে। সেখান থেকে ১১ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ওমর সানি বলেন, শিশা বার চালানো অবৈধ বলে তার জানা নেই। আর যাদের পুলিশ নিয়ে গেছে, তারা নেহায়েতই রেস্তোরাঁকর্মী। মনটানা লাউঞ্জ সাত থেকে আট মাস ধরে চলছে। শিশার বিজনেস ইলিগ্যাল না। গুলশান-বনানীতে আরো ৩০টির বেশি লাউঞ্জ রয়েছে। রেস্তোরাঁটি মূলত খাবারের। কিছু সময় শিশা সার্ভ করা হয়। শিশা আমার মেইন ব্যাবসা না। সানি বলেন, আমি আইনের সাথেই আছি। নামকরা শিশা লাউঞ্জগুলো পাঁচ-সাত বছর ধরে চলছে। বাংলাদেশে আজকের মধ্যেই যদি সব লাউঞ্জ বন্ধ হয়ে থাকে, তাহলে আমার আপত্তি নেই। কিন্তু শুধু আমাকে টার্গেট করে যদি করা হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের কাছে বিচার চাইবো। এদিকে, মৌসুমীর ছেলের রেস্তোরাঁয় শিশা বার রয়েছে জেনে চলচ্চিত্রের অনেকেই বিস্মিত হয়েছেন। তারা মন্তব্য করছেন, ব্যবসার আড়ালে এ ধরনের মাদক ব্যবসা কোনোভাবেই কাম্য হতে পারে না। ওমর সানি শিশার ব্যবসা অবৈধ না বলে যে কথা বলেছেন, তা তার অজ্ঞতা ছাড়া কিছু নয়। মাদকদ্রব্য আইনে শিশা ব্যবসা নিষিদ্ধ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Aminul Islam ২০ মে, ২০২১, ৯:৪৯ এএম says : 0
মৌসুমী আমাদের দেশের অনেক গুনি শিল্পী। খবর পেয়ে মনটা খারাপ হলো ।
Total Reply(0)
Ariful Islam Shamim ২০ মে, ২০২১, ৯:৫১ এএম says : 0
আজীবন মানুষকে ভালো ভালো উপদেশ দিয়া নিজেরা এইসব করে !
Total Reply(0)
Shariar Joy ২০ মে, ২০২১, ৯:৫২ এএম says : 0
ছোটবেলায় ওমর সানী-মৌসুমীর একটা ছিনেমা দেখেছি "গরীবের বউ"। সেখানে ওমর সানীর একটা ডায়ালগ ছিল, "চৌধুরী সাহেব গরীব হতে পারি, কিন্তু অন্যায় করে অবৈধভাবে টাকা উপার্জন করা আমার বাবা-মা শেখায়নি"। কিন্তু বড় হয়ে বাস্তবে দেখলাম ওমর সানী নিজেই বুড়ো বয়সে ছেলেকে সীসা ব্যাবসায়ী বানিয়ে অবৈধ উপার্জনের কলাকৌশল শিখিয়েছে।
Total Reply(0)
রিমন খান বিদ্যুৎ ২০ মে, ২০২১, ৯:৫২ এএম says : 0
দিনশেষে এরাই আবার নীতিবান কথা শুনায়।
Total Reply(0)
Ashrafi Hakim ২০ মে, ২০২১, ৯:৫৩ এএম says : 0
বার বার ঘু ঘু তুমি খেয়ে যাও ধান ----
Total Reply(0)
Ripon Ahmed ২০ মে, ২০২১, ৯:৫৪ এএম says : 0
এদের চেহারা দেখলে মনে হয় দুধে ধোওয়া তুলছিপাতা।অথচ এরা .......................
Total Reply(0)
Noor Nobi ২০ মে, ২০২১, ৯:৫৫ এএম says : 0
সাংবাদিক নির্যাতন ধামাচাপা দিতে এখন অনেক অভিযান দেখবো।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন