রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রটেন টমেটোজের নিখুঁত স্কোর থেকে ঝরে পড়ল ‘সিটিজেন কেইন’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ১২:০৪ এএম

অরসন ওয়েলস পরিচালিত ও অভিনীত ‘সিটিজেন কেইন’কে যুক্তরাষ্ট্রের এযাবতকালের সেরা চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয়। শীর্ষ চলচ্চিত্রের যত তালিকা প্রণয়ন করা হয় তাতে বরাবর শীর্ষ স্থানে থাকে ‘সিটিজেন কেইন’। এএফআইয়ের সেরা ১০০ চলচ্চিত্রের তালিকায় শীর্ষে এখনও আছে ফিল্মটি। এছাড়া রটেন টমেটোজ রিভিউ এগ্রিগেটরে শত শতাংশ স্কোর পেয়ে ফিল্মটি অবস্থান করছিল এ যাবত। কিন্তু এই অবস্থান এখন টলে গেছে। শিকাগো ট্রিবিউনে ১৯৪১ সালের ৭ মে প্রকাশিত একটি ঋণাত্মক রিভিউর কারণে এমনটা ঘটেছে। এটি ফিল্মটির ১১৬তম পর্যালোচনা, এর আগের ১১৫টিই ছিল ফিল্মটির পক্ষে। মে টাইনি ছদ্মনামে প্রকাশিত এই প্রবন্ধে উল্লেখ করা হয়েছিল : “সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে ‘সিটিজেন কেইন’ সমালোচকদের মুগ্ধ করতে ব্যর্থ হয়েছে।” ১৯৪১ সালে চলচ্চিত্রটি মুক্তি পাবার কয়েকদিন পরই এই প্রবন্ধ ছাপা হয়। এই সমালোচক লেখেন ফিল্মটি ফ্লপ, ফিল্মটি দেখলে বিরক্তির ভাব জাগে। “এটি আকর্ষণীয়, ভিন্নধর্মী। তবে এতোটাই অদ্ভুত যে জাদুঘরে স্থান দেয়া যায়। এতে সারল্যের জলাঞ্জলি হয়েছে আর বিনোদনের বিবেচনায় সাধারণ।” শুধু ‘সিটিজেন কেইন’ই নয়, ‘এ নাইট অ্যাট দ্য অপরা’, ‘ডাবল ইনডেমনিটি’, ‘হোম অফ দ্য ব্রেভ’, ‘ভিক্টিম’, ‘ম্যাডচেন ইন ইউনিফর্ম’, ‘দ্য ডার্টি ডজন’ এবং ‘গিল্ডা’র মত ফিল্মগুলোর অবস্থানও নতুন প্রাপ্ত সম্পাদকীয়’র বিবেচনায় পুনর্মূল্যায়ন করা হতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন