রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কপিরাইট নিয়ে দেশের প্রথম ডকুমেন্টারি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ১২:০৪ এএম

‘কপিরাইট রেজিস্ট্রেশন করুন, মেধাস¤পদ সংরক্ষণ করুন’ এমন প্রতিপাদ্য নিয়ে কপিরাইট সচেতনতায় নির্মিত হয়েছে দেশের প্রথম ডকুমেন্টারি। সংগীতকর্ম, নাট্যকর্ম, চলচ্চিত্রকর্ম, সাহিত্যকর্ম, ফটোগ্রাফ, স্কেচ, কম্পিউটার-সফটওয়্যারকর্ম, কম্পিউটার গেইম, ডাটাবেইজ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মসহ সৃজনশীল অঙ্গনের বিভিন্ন শাখায় চলমান বহু সমস্যা ও মতানৈক্যের সমাধান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডকুমেন্টারিটি নির্মিত হয়েছে। ২ পর্বের এই ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন সংগীতশিল্পী ও কপিরাইট গবেষক ফাহিম ফয়সাল। এটি স¤প্রতি প্রকাশ হয়েছে বাংলাদেশ কপিরাইট অফিসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। ফাহিম ফয়সাল বলেন, সৃজনশীল অঙ্গনের প্রত্যেকেরই উচিত যার যার সৃজনশীল কর্মটির কপিরাইট রেজিস্ট্রেশন করে রাখা। সৃজনশীল ব্যক্তি তার সৃজিত কর্মটিকে সংরক্ষণ করার পাশাপাশি বেদখল হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কপিরাইট রেজিস্ট্রেশন করার বিকল্প নেই। এতে দেশীয় ও আন্তর্জাতিক উভয় জায়গাতেই প্রতিকার পাওয়া সম্ভব। এছাড়াও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রয়্যালিটি-এর সুবিধা ভোগ করতে চাইলে তাকে অবশ্যই কর্মটির কপিরাইট রেজিস্ট্রেশন করতে হবে। এই বিষয়গুলোর দিকে লক্ষ্য করলে কপিরাইট রেজিস্ট্রেশন করা খুবই গুরুত্বপূর্ণ। ফাহিম ফয়সাল বলেন, কপিরাইট নিয়ে আমার দীর্ঘদিনের গবেষণা ও অভিজ্ঞতার আলোকে এই ডকুমেন্টারিটি নির্মাণে আমাকে সার্বিকভাবে সহায়তা ও পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কপিরাইট অফিসের বর্তমান রেজিস্ট্রার অফ কপিরাইটস জাফর রাজা চৌধুরী। আমি তার কাছে ও বাংলাদেশ কপিরাইট অফিসের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, তাদের সহায়তা ছাড়া এটি নির্মাণ করা প্রায় অসম্ভব ছিলো। আমার বিশ্বাস, ২ পর্বের এই ডকুমেন্টারিটি দেখে সৃজনশীল অঙ্গনের সকলেই কপিরাইট বিষয়ে সচেতনতা লাভের পাশাপাশি নিজস্ব সৃজনশীল কর্মের কপিরাইট রেজিস্ট্রেশন করতে উদ্বুদ্ধ হবেন। যে কেউ চাইলে ডকুমেন্টারি দেখে নিজের সৃজনশীল সকল কর্মের কপিরাইট রেজিষ্ট্রেশন সংক্রান্ত দিকনির্দেশনাও পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন