শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় মৃত্যু হলো আরোও একজনের : আক্রান্ত ৯৭ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৪:৫৬ পিএম

করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ১ জন সিলেট বিভাগে। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৯৭ জন। এরমধ্যে ৬৪ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৬ জন। আজ শুক্রবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে ৯৭ জনের। এর মধ্যে সিলেট ৬৪ জন, হবিগঞ্জের ২৯ জন, ৫ জনের করোনা সনাক্ত হয় মৌলভীবাজারের। নতুন এই ৯৭ জন সহ করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৮৪৫ জন এখন সিলেট বিভাগে। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২০৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫৭ জন ও ২ হাজার ৪০৬ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে মৌলভীবাজারে। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৬ জন। এরমধ্যে সিলেটের ৪২ জন, হবিগঞ্জের ২৯ জন, ৫ জন মৌলভীবাজারে। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬১৬ জন। এর মধ্যে সিলেট ১৩ হাজার ৬৫৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন ও ২ হাজার ২৭৬ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় সিলেট হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৩ জন সিলেট বিভাগে । এরমধ্যে সিলেট ১৯৮ জন, হবিগঞ্জে ২ জন ও সুনামগঞ্জে ৩ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মৃত ১ জনের বাড়ি সিলেটে। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৫ জন এখন সিলেট বিভাগে। এরমধ্যে সিলেট ৩০৯ জন, মৌলভীবাজারের ২৯ জন, সুনামগঞ্জে ২৯ জন ও ১৮ জন হবিগঞ্জে|

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন