শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নোবেলের বিরুদ্ধে জিডি করলেন ইথুন বাবু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১০:৩৩ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টের প্রেক্ষিতে বিতর্কে আসা গায়ক নোবেলের বিরুদ্ধে এবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার ইথুন বাবু। রোববার (২৩ মে) দিনগত রাত ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন তিনি। যার নাম্বার ৮৯৯। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইথুন বাবু নিজেই।

জিডির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে ইথুন বাবু বলেন, ‘থানায় হাজির হয়ে জিডি করেছি। আমাকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছে তাতে আমি অপমানবোধ করেছি। তাই তার নামে জিডি করেছি। মানহানির মামলার প্রস্তুতিও নিচ্ছি।’

উল্লেখ্য, গত ১৪ মে কণ্ঠশিল্পী নোবেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ইথুন বাবুর নামে আপত্তিকর ভাষায় লেখা পোস্ট পাওয়া যায়। যেখানে লেখা ছিল, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে।’

সেই দিনই নোবেল জানিয়েছিলেন, তার ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। কিন্তু ১৯ মে বিকেলে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম নোবেলের সঙ্গে কথা বলার পর ফেসবুক স্ট্যাটাসে ফেসবুক হ্যাকড হওয়াকে ‘কথিত’ বলে উল্লেখ করেন।

এদিকে জিডি করার পর ইথুন বাবু তার ফেসবুক অ্যাকাউন্টে হাতিরঝিল থানাকে ধন্যবাদ দিয়ে দুই লাইনের একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ হাতিরঝিল থানা.... ধন্যবাদ পুলিশ অফিসার মনিরুল গনি মনির ভাইকে।’

এর আগে সময় টিভির বিনোদন প্রতিবেদক আল কাছিরকে ‘জেলে পুরবেন’ বলে হুমকি দিলে ১৭ মে কলাবাগান থানায় নোবেলের নামে জিডি করে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। জিডিটি নং- ৭০৩। ১৯ মে নোবেল ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার নাজমুল ইসলামের সঙ্গে কথা বলার পর তার ভেরিফাইড ফেসবুক পেজে ইথুন বাবু, জেমস ও সাংবাদিক আল কাছিরের কাছে ক্ষমা চান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন