বিনোদন ডেস্ক : প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার লাকী আখন্দ দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে এবারের ঈদ তিনি পরিবারের সঙ্গে বাসায় করেছেন। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত এই শিল্পীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাকে কয়েকদিনের জন্য হাসপাতাল ছাড়ার অনুমতি দেন। লাকী আখন্দের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে তাকে বাসায় নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। স্বাভাবিক খাবার খাচ্ছেন তিনি। ঈদের দিন আত্মীয়স্বজনসহ অনেক শুভাকাক্সক্ষী বাসায় আসেন তার সঙ্গে দেখা করতে। আনন্দেই কাটে তার ঈদের দিনটি। লাকী আখন্দের মেয়ে মাম্মিন্তি বলেন, অসুস্থ থাকলেও ঈদুল ফিতরের সময় বাসায় ছিলেন বাবা। এই ঈদটাও বাসাতেই কাটলো। কোনো রোগী বা পরিবারই চায় না বিশেষ এই দিনটি হাসপাতালে কাটুক। তবে চিকিৎসকরা জানিয়ে রেখেছেন, শারীরিক অবস্থা খারাপ হলে আবার তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এদিকে শিল্পীর চিকিৎসা ব্যয় মেটাতে এগিয়ে এসেছে সরকার। এছাড়া চিকিৎসার তহবিল সংগ্রহ করছে তার অগণিত ভক্ত ও শিল্পী সমাজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন