বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর আগে একটি চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিলো অর্ষার। পরবর্তীতে চলচ্চিত্রটি নির্মিত হয়নি। ফলে চলচ্চিত্রে অর্ষার অভিষেক অনিশ্চিত হয়ে পড়ে। তবে এবার তার অভিষেক হতে যাচ্ছে। নাট্যনির্মাতা ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার তৃতীয় সিনেমা নির্মাণের ‘অর্পিতা’য় অর্ষাকে চূড়ান্ত করেছেন। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন জয় নিজেই। শীঘ্রই সিনেমার শুটিং শুরু হবে। অর্ষা বলেন, ‘প্রথম সিনেমা’র শুটিং-ই করতে পারিনি। তখন স্বপ্ন দেখেছিলাম সিনেমার পর্দায় নিজেকে দেখব। কিন্তু এবার যেহেতু এটি ইমপ্রেসের সিনেমা। তাই আশা করছি, সিনেমাটি শেষপর্যন্ত সিনেমা হলে দেখতে পারব। তাই অনেক আগ্রহ নিয়েই কাজটি করতে যাচ্ছি। আশা করি, আমার প্রথম সিনেমা দর্শকের কাছে মনে রাখার মতো করেই জয় ভাই আমাকে তুলে ধরবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন