মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভারতে গন্ডির দুটি পুরস্কার লাভ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০২ এএম

রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর পর এবার বাংলাদেশের চলচ্চিত্র ‘গন্ডি’ ভারতের ‘অযোধ্যা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ দুটি পুরষ্কার অর্জন করেছে। অভিনয় দক্ষতার জন্য সব্যসাচী চক্রবর্তীকে ‘বেস্ট এ্যাক্টর’ এবং ‘গন্ডি’ চলচ্চিত্রকে ‘বেস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম’ পুরষ্কারে ভ‚ষিত করা হয়েছে। গন্ডি’র পরিচালক ফাখরুল আরেফীন খান এই অর্জন করোনার সম্মুখ যোদ্ধাদের উৎসর্গ করেছেন। নির্মাতা ফাখরুল আরেফীন খান’ দ্বিতীয় চলচ্চিত্র ‘গন্ডি’ ইতোমধ্যেই দেশ এবং দেশের সীমানা ছাড়িয়ে নানান চলচ্চিত্র উৎসবে সাফল্যের স্বাক্ষর রাখার পাশাপাশি দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। উল্লেখ্য, চলচ্চিত্রটিতে সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তফা, অপর্ণা ঘোষ, মাজনুন মীজান, শিশু শিল্পী ঋদ্ধি ছাড়াও দেশের অনেক গুণী শিল্পী বিভিন্ন চরিত্র রূপায়ণ করেছেন। গন্ডি’র চিত্রগ্রাহক রানা দাসগুপ্ত এবং সঙ্গীতায়োজন করেছেন পশ্চিম বাংলার বিখ্যাত সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। ‘ভূবনমাঝি’ এবং ‘গন্ডির’ সাফল্যের পর নির্মাতা ফাকরুল আরেফীর খান ইতোমধ্যেই তার তৃতীয় চলচ্চিত্র ‘জেকে ১৯৭১’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে ফ্রান্সের নাাগরিক জ্যাঁ কু’র বিমান ছিনতাই এর সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন