বিনোদন ডেস্ক : মিউজিক ইন্ডাস্ট্রিতে ডিজে রাহাত বেশকিছু শ্রোতাপ্রিয় কাজ উপহার দিয়েছেন। এবার অ্যাডবক্সের ব্যানারে প্রকাশিত হয়েছে পাঁচ গায়িকাকে নিয়ে ডিজে রাহাতের অ্যালবাম ‘ডিজে রাহাত উইথ স্টারস’। গায়িকারা হলেন ন্যানসি, কনা, জুলি, কোনাল ও ঐশী। এতে গান রয়েছে পাঁচটি। গানগুলোর শিরোনাম ‘বন্ধু’, ‘চাঁদের কনা’, ‘অভিমানের দেয়াল’, ‘চলো বহুদূর’ এবং ‘ভালোবাসা দাও’। সবগুলো গানের সংগীত করেছেন ডিজে রাহাত। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর দিয়েছেন মীর মাসুম ও রিয়াদ হাসান। অ্যালবামটি প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, এটি আমার স্পেশাল অ্যালবাম। প্রায় এক বছর ধরে অ্যালবামটি নিয়ে কাজ করেছি। ইডিএম এবং মেলোডি গান দিয়ে এটি সাজিয়েছি।’ উল্লেখ্য, ডিজে রাহাত এর আগে ৬টা অ্যালবাম প্রকাশ করেছেন। তার সঙ্গে কাজ করেছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, দিলরুবা খান, বাউল শফি মন্ডল, কানিজ সুবর্ণা, রমা প্রমুখ। সবার গানগুলো শ্রোতারা বেশ ভালোভাবে গ্রহণ করেছে। পাঁচ গায়িকাকে নিয়ে এই আয়োজন সকলে পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন