সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘রমন রাঘব ২.০’ ঘোর কাটাতে পারছিলেন না নেওয়াজউদ্দিন সিদ্দিকি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০১ এএম

মেথড ধারার অভিনয়শিল্পীদের তাদের চরিত্রের সঙ্গে মিশে যাবার জন্য অনেক সময় স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হতে হয়। তাতে দর্শকরা তাদের সেরা কাজ দেখতে পায় অন্যদিকে শিল্পীকে অনেক সময় বিপত্তিতে পড়তে হয়। ঠিক তাই ঘটেছিল বলিউডের সুঅভিনেতা নেওয়াজউদ্দিন সিদ্দিকির ক্ষেত্রে যখন তিনি ‘রমন রাঘব ২.০’-এর কাজ শেষ করেছিলেন। চরিত্রের সঙ্গে মিশে যাবার জন্য তিনি যা নয় তাই করেছেন। তাতে অভিনেতা যতটা না তার চেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েন তার স্ত্রী এবং পরিচালক অনুরাগ কাশ্যপ। সিদ্দিকি বস্তুত চরিত্রটির খল দিক স্পষ্ট করার জন্য অভিনয় এবং তার প্রচেষ্টাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। চরিত্রের কৃশ গড়ন অর্জনের জন্য তিনি উপাস করতে থাকেন। স্বাস্থ্য নিয়ে তার এই অপচেষ্টার জন্য তাকে সেসময় বড় সমস্যায় পড়তে হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। পরিচালক জানান শুধু তাই নয় জ্বরের ঘোরে তিনি ‘রমন রাঘব ২.০’র সংলাপ বলতে থাকেন যখন তখন। তার স্ত্রী কাশ্যপকে ফোন করে বলেন, ‘আপনারা তাকে কী করেছেন? সে তো লাগাতার ফিল্মের সংলাপ বলে যাচ্ছে, আমি তো ভয় পেয়ে গেছি। সে বলছে সেই জগতেই থাকতে চায়, সে পালিয়ে সেই জগতে চলে গেছে।’ সৌভাগ্যক্রমে নেওয়াজউদ্দিন স্বাভাবিক জীবনে ফিরে আসেন সুস্থ হয়ে, আর তার পারফরমেন্স কতটা বিশ্বাসযোগ্য হয়েছে ‘রমন রাঘব ২.০’তে তা যে দেখেছে সেই বলতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন