বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত ১৮জন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১১:০৬ এএম

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ২৫মে মোট ২৪১টি (কুষ্টিয়া জেলার ১৫৫টি, ঝিনাইদহ জেলার ২৫টি, মেহেরপুর জেলার ২২টি, চুয়াডাঙ্গা জেলার ৩১টি, ঝিনাইদহ জেলার ২৫টিএবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৮টি) স্যাম্পলের টেস্ট করা হয়েছে এবং সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া এর তথ্য মতে কুষ্টিয়া জেলায় ৩১টি কোভিড-১৯ র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ১৮টি, চুয়াডাঙ্গা জেলার ০৯টি, ঝিনাইদহ জেলার ০৩টি এবং মেহেরপুর জেলার ০২টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।

কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ১৮ জন ব্যক্তির মধ্যে ১১ জন সদর উপজেলার, ০৪ জন কুমারখালী উপজেলার, ০২ জন দৌলতপুর উপজেলার এবং ০১ জন মিরপুর উপজেলার।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৮৪৪ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪৫৯৫ জন এবং মৃত্যবরণ করেছেন ১১০জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন