রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আগামীকাল বৃহস্পতিবার মধুখালী- মাগুরা রেল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ২:৫২ পিএম

আগামী কাল বৃহস্পতিবার ২৭মে মধুখালি টু মাগুরা রেললাইনের কাজ ভার্চুয়ালী শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মাগুরা সদর উপজেলার রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেল বিভাগের কর্মকর্তাসহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেত্রীবৃন্দ। মাগুরাবাসীর দীর্ঘদিনের প্রানের দাবি বাস্তবে রূপ নিচ্ছে এ আনন্দে মাগুরাবাসীর মধ্যে চলছে আনন্দের বন্যা। মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর মাগুরাবাসীর মুখে হাসী ফোটাতে তৎপর তার প্রমান রাখলেন মাগুনাবাসীর জন্য রেল লাইন উপহারের ব্যবস্থা করে। এ প্রকল্পে ব্যয় বরাদ্দ করা হয়েছেগ ১২ শ কোটি টাকা। সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ইতিমধ্যে উদ্বোধন স্থল পরিদর্শন করে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এ উপলক্ষে মাগুরার সড়ক দ্বীপ ব্যানার ফেস্টুনে ছেয়েফেলার কাজ চলছে। মাগুরাবাসীর স্বপ্নের রেল লাইন উদ্বোধনকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় মাগুরা জামরুলতলা আওয়ামী লীগ কার্যালয়ে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহ সভাপতি আবু নাসির বাবলু, মুন্সী রেজাউল হক, শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রূবেল, সম্পাদক আলী হোসেন মুক্তাসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন