শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টিকা নেয়ার পর এরিক ক্ল্যাপটন ভেবেছিলেন আর গিটার বাজাতে পারবেন না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

জীবন্ত কিংবদন্তী রক গিটারিস্ট এরিক ক্ল্যাপটন ভেবেছিলেন কোভিড টিকার প্রথম ডোজ নেবার পর আর তিনি গিটার বাজাতে পারবেন না। তিনি জানিয়েছেন টিকা নেবার পর প্রায় দুই সপ্তাহ তিনি কিছু করতে পারেননি। ৭৬ বছর বয়সী এই মিউজিসিয়ান পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছেন যার কারণে তাকে মেরুদন্ড আর স্নায়বিক সমস্যায় পড়তে হয়। ইতালীয় স্থপতি ও প্রযোজক রবিন মনোতি গ্রাজিয়েদিকে লেখা এক চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছি পার্শ্বপ্রতিক্রিয়া ১০ দিন স্থায়ী ছিল। শেষ পর্যন্ত সেরে উঠেছি। আমাকে জানান হয় ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। ছয় সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিয়েছি, এবার বিপদের ব্যাপারে একটু বেশিই জানতাম। বলার অপেক্ষা রাখে না পার্শ্বপ্রতিক্রিয়া ছিল প্রবল, আমার হাত আর পা পুরো অবশ হয়ে যায় আর জ্বলার অনুভূতি হতে থাকে। দুই সপ্তাহ কর্মক্ষমতা ছিল না। ভয় পেয়ে গিয়েছিলাম আর বাজাতে পারব না (আমার পেরিফেরাল নিউরোপ্যাথি আছে আর আমার ইনজেকশন নেয়া নিষেধ)। তবে প্রচার করা হয়েছে টিকা সবার জন্য নিরাপদ।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন