শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনার দ্বিতীয় ঢেউয়ে সঙ্গীতাঙ্গণ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে : ঝিলিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ১২:০২ এএম

চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন সঙ্গীতশিল্পী ঝিলিক। এবারের ঈদে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন। ঝিলিক বলেন, ঈদ কেটেছে গানে গানে। আর এভাবেই ঈদের সময় পার করতে চাই। একজন শিল্পী হিসেবে শ্রোতাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ভালো লাগে। ঈদে এশিয়ান টিভি ও বাংলা টিভিতে সরাসরি গান গেয়েছি। সব মিলিয়ে খুব ভালো কেটেছে ঈদ। করোনার কারণে স্টেজ শো বন্ধ রয়েছে। এতে সঙ্গীতাঙ্গণ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে ঝিলিক মনে করেন। তিনি বলেন, স্টেজ শো বন্ধ থাকায় আমাদের শিল্পীদের অনেক ক্ষতি হয়ে গেছে। মিউজিশিয়ানরা ক্ষতির মুখে পড়েছেন। করোনার এই পরিস্থিতি সহসাই কাটবে বলে মনে হয় না। গত বছরের করোনার ধাক্কা সামলে উঠতে পারিনি আমরা। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে শিল্পী-মিউজিশিয়ানরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এর শেষ কোথায় জানি না। নতুন গান করা প্রসঙ্গে ঝিলিক বলেন, এ মাসের শুরুতে মা দিবসে একটি গান প্রকাশ করেছিলাম। মাগো মা শিরোনামের সেই গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন মুহিন। ভিডিওসহ গানটি প্রকাশিত হয়। এর বাইরে কয়েকটি গান তৈরি করা আছে। সেগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। করোনার এ সময়ে ঝিলিকের সময় কাটছে পরিবার ও সংগীত চর্চা করে। ঝিলিক বলেন, যখন সময় পাই তখনই চর্চা করি। আমার বাবাও একজন শিল্পী। মাঝেমধ্যে বাবার সঙ্গে বসেও গানের চর্চা করি। আমার গানের প্রেরণা আমার বাবা-মা। তাদের অনুপ্রেরণা, উৎসাহ ও সহযোগিতা না পেলে কখনই এতদূর আসতে পারতাম না। এখনও স্টেজ শো কিংবা কোনো অনুষ্ঠানে গেলে বাবা-মা আমার সঙ্গে থাকেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন