শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১:০৩ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থী।

রোববার (৩০ মে) ‘সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, অতিদ্রুত শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দিতে হবে। নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রাস্তার একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন। তবে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ রোববার আন্দোলনে নামার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shahadat ৩০ মে, ২০২১, ৫:৫৬ পিএম says : 0
তাদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক এবং সমর্থনযোগ্য।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন