শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এক পৃথিবী প্রেমের ডিজিটাল যাত্রা শুরু

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী বৃহস্পতিবার সেন্সর বোর্ডে জমা দেয়া হবে এস এ হক অলিক পরিচালিত নতুন চলচ্চিত্র ‘এক পৃথিবী প্রেম’। তবে সেন্সরে জমা দেয়ার আগেই চলচ্চিত্রটিরর ডিজিটাল প্রচারণার যাত্রা শুরু হয়েছে। ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের ডিজিটাল প্রচারণায় দায়িত্ব নিয়েছে ‘লাইভ টেকনোলোজিস’। গতকাল দুপুরে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা ‘পানকৌড়ি চলচ্চিত্র’ ও ‘লাইভ টেকনোলজিস’র মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চলচ্চিত্রটির প্রচার-প্রসারের ক্ষেত্রে ইউটিউব, মোবাইলসহ অন্যান্য ডিজিটাল প্রচারণায় মুখ্য ভূমিকা রাখবে ‘লাইভ টেকনোলোজিস’। চুক্তির সময় পরিচালক এস এ হক অলিক সহ চলচ্চিত্রটির নায়ক আসিফ ও নায়িকা আইরিনসহ লাইভ টেকনোলোজিস’র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অলিক বলেন, ‘এখন নানা ধরনের প্রচারণায় পাশাপাশি একটি চলচ্চিত্রের সঠিকভাবে প্রচারের ক্ষেত্রে ডিজিটাল প্রচারণার বিকল্প নেই। তাই অনেক ভেবে চিন্তে যুগের সাথে তাল মিলিয়ে নতুন এই প্রচারণার সাথে যুক্ত হলাম। আশা করি, তাতে আমাদের চলচ্চিত্রটির জন্য মঙ্গল হবে। অনেক যতœ করে, চ্যালেঞ্জ নিয়ে আমার নতুন চলচ্চিত্রটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস, চলচ্চিত্রের ইতিহাসে এটি নতুন মাইলফলক স্থাপন করবে।’ অলিক জানান, আসছে এপ্রিলে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন