শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সুইটহার্টের মিউজিক সেলিব্রেশন

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১২ ফেব্রæয়ারি মুক্তি পাচ্ছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত সুইটহার্ট সিনেমাটি। এতে অভিনয় করেছেন বাপ্পি ও মিম। একটি বিশেষ চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটেছে নায়ক রিয়াজের। ডিজিটাল মুভিজ প্রযোজিত সিনেমাটির গানগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ইউটিউবে। এর মিউজিক লেবেল টাইগার মিডিয়া সুইটহার্ট-এর মিউজিক সেলিব্রেশনের আয়োজন করে। গত রবিবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মিউজিক সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির নায়ক বাপ্পি, নায়িকা মিম, রিয়াজসহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। উল্লেখ্য, সুইটহার্ট-এর গল্প লিখেছেন এস রেজা। সংলাপ মো. রফিকুজ্জামান ও আবদুল্লাহ জহির বাবু। পাঁচটি গানের কথা লিখেন কবির বকুল, শফিক তুহিন, সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন হৃদয় খান, হাবিব, শফিক তুহিন, আহমেদ হুমায়ুন। গানে কণ্ঠ দিয়েছেন জেমস, হাবিব, ন্যান্সি, হৃদয় খান, পড়শী, আহমেদ হুমায়ুন, রমা। সিনেমাটির মিউজিক অনলাইন মিডিয়া পার্টনার ঢালিউড২৪.কম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন