শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শুরু হচ্ছে জাতীয় নাট্যোৎসব ২০১৬

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শুরু হচ্ছে জাতীয় নাট্যোৎসব ২০১৬। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এবারের উৎসবের সেøাগান ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’। নাট্যোৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রাজধানী সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং নাটক স্মরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে ২৪ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ফেডারেশানের সভাপতি লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রামেন্দু মজুমদার ও আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে— হবিগঞ্জের জীবন সংকেত নাট্যদলের প্রযোজনা জ্যোতিসংহিতা, সিরাজগঞ্জের নাট্যলোক প্রযোজনা নারী নসিমন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন