শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক জোসনা করেছে আড়ি

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘জোসনা করেছে আড়ি’। ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন মাসুম আজিজ ও নজরুল কোরেশী। অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, মাসুম আজিজ, রাফিকউল্লাহ সেলিম, কাজী উজ্জ্বল, সাবিহা, কল্যাণ কোরাইয়া, জয় রাজ, ম.আ. সালাম, ইকবাল, আশরাফ কবির, মৌটুসী বিশ্বাস, প্রিয়া বিপাশা, নাফিসা কামাল ঝুমুর, সাদিয়া আফরিন, মিশু চৌধুরী এবং শহিদ আলমগীর। নাটকটি প্রযোজনা করেছে একিউরেট।  গল্পে দেখা যাবে খালার বাড়িতে থাকে বাদল। বাবা-মা হারা এতিম বাদলকে খালা মায়ের আদরে মানুষ করেছে। বাদল মনে মনে খালাত বোনকে ভালবাসে। খালাত বোন সেটা জানেনা। খালাতো বোন ভাল গান করে। বাদলের ইচ্ছা খালাতো বোনকে ভালো গায়িকা বানাবে। নিরব খান জনপ্রিয় একজন গায়ক ও সঙ্গীত পরিচালক। বাদলের অনুরোধে নিরব রাজি হয় বাদলের খালাতো বোনের সাথে ডুয়েট অ্যালবাম করতে। তবে বাদলের খালাতো বোনকে দেখায় পর নিরবের মনে অভিসন্ধি জাগে। সহজ সরল বাদলকে বিনা অপরাধে খালার বাড়ি ছাড়তে বাধ্য করে। অসহায় যুবক বাদল দুঃখ ভারাক্রান্ত মনে গ্রামে ফিরে আসে। যেখানে ফুপুর বাড়িতে কেটেছে তার শৈশব-কৈশোর। এত বছর পর সে ফুপুর সন্ধানে আসে বাদল। এখানে এসে জানতে পারে আসলে বাড়িটি তার দাদার। অর্থাৎ তার বাবার স¤পত্তি। এখন তা ভোগ দখল করছে তারই এক দূরস¤পর্কের আত্মীয়। বাদল বিরাট সংকটের মুখোমুখি হয়। ষড়যন্ত্রের জালে আটকা পড়ে। ঘটতে থাকে অনাকাক্সিক্ষত নানা ঘটনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন