শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গানে ফিরছেন ঈশিতা: দ্বিতীয় একক অ্যালবামের কাজ শুরু করবেন

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ১৪ বছর পর একক অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রোমানা রশিদ ঈশিতা। ঈশিতা শুধু একজন অভিনেত্রী ও মডেলই নন, একাধারে নৃত্যশিল্পী ও সঙ্গীতশিল্পী। তিনি নজরুল ইন্সটিটিউটের এক্সিকিউটিভ কমিটির সদস্য মো. ইদ্রিস আলীর কাছে উচ্চাঙ্গ সংগীতে শিখছেন। সংগীত আর পারিবারিক ব্যস্ততার কারণে নিয়মিত অভিনয়ের প্রস্তাব পেলেও বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিচ্ছেন। ছোটবেলা থেকেই তিনি গান শিখেছেন। ক্ল্যাসিক্যাল সংগীতেও তার বেশ দক্ষতা রয়েছে। তবে নজরুল ও রবীন্দ্রসংগীত শেখা হয়নি। তাই এখন রবীন্দ্র ও নজরুলসংগীতের ওপর তালিম নিচ্ছেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে গান থেকে দূরে থাকার কারণে ক্লাসিক্যালটাও চর্চা করছেন। ঈশিতা বলেন, ‘শোবিজে গান দিয়েই আমার পথচলা শুরু। ২০০২ সালে আমার প্রথম একক অ্যালবাম ‘রাত নিঝুম’ প্রকাশিত হয়। এটি প্রণব ঘোষের সুর-সঙ্গীতে সাউন্ডেকের ব্যানারে বাজারে আসে। এ ছাড়া একাধিক মিক্সড অ্যালবামেও কাজ করেছি। এ পর্যন্ত পাঁচটির মতো অ্যালবামে কণ্ঠ দিয়েছি। মাঝে অভিনয় নিয়ে ব্যস্ততার কারণে গান থেকে দূরে সরে যাই। গত একযুগ আমাকে সেভাবে গানে পাওয়া যায়নি। কিন্তু সংগীতের প্রতি ভালোবাসা থেকেই আবারো গানে ফিরেছি। তাই দ্বিতীয় এককটি শুরুর পাশাপাশি এখন থেকে গানে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। ঈশিতা বলেন, এক বছর আগে আমি কন্যা সন্তানের মা হই। এখনো আমার মেয়েটা অনেক ছোট। তাকে সময় দিতে গিয়ে অভিনয় থেকে নিজেকে দূরে রাখতে হচ্ছে। তাই ভেবে দেখলাম, পরিবারকে সময় দেয়ার পাশাপাশি বাকি সময়টা সংগীতে দিলে মন্দ হয় না। সেই চিন্তা থেকে সংগীতচর্চা শুরু করেছি। এদিকে গান ও পরিবারের পাশাপাশি ঈশিতা পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। শিগগিরই তার এই পড়াশোনার পাটও শেষ হতে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন