জি টিভির ‘এক মা জো লাখোঁ কে লিয়ে বানি আম্মা’ সিরিয়ালে আমান ভার্মা আর রাইনা জোশি ওরফে উর্বশী শর্মার মতো অভিনয়শিল্পী বিদায় নিয়েছেন আর যোগ দিয়েছেন শাবানা আজমি, যুবিকা চৌধুরি এবং অশমিত পাটেল। সিরিয়ালের যোগ দেয়া শিল্পীদের তালিকায় সর্বশেষ যোগ হয়েছে সিকান্দার খারবান্দার নাম।
জনপ্রিয় টিভি অভিনেতা সিকান্দার ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘ফুলওয়া’ এবং ‘মধুবালা- এক ইশক এক জুনুন’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
‘আম্মা’ সিরিয়ালে সিকান্দারের চরিত্রটি শেখরনের মেয়ের প্রেমে পড়বে। চরিত্রটির একাধিক রূপ থাকবে। সিরিয়ালের প্রযোজক ফারহান জামান বলেছেন, “আমরা জনপ্রিয় অভিনেতা সিকান্দারকে অন্তর্ভুক্ত করেছি। তার চরিত্রটির একাধিক রূপ থাকবে।”
সিকান্দারকে এরই মধ্যে দর্শকরা সিরিয়ালটিতে দেখতে শুরু করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন