হলিউডের অভিনেত্রী ক্লোয়ি গ্রেস মোরেট্জ তার ক্যারিয়ারে একটু বিরতি দেবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেজন্য তিনি তার তালিকায় যত কাজ আছে সব স্থগিত করেছেন।
দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন থেকে জানা গেছে ১৯ বছর বয়সী অভিনেত্রীটি হঠাৎ করেই উপলব্ধি করতে শুরু করেছেন তার কাজকে কিছুটা ধীরগতিতে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি।
“আমার আসন্ন চলচ্চিত্রগুলোর জন্য আমি প্লাগ খুলে নিয়েছি কারণ আমি আমার নিজেকে আবিষ্কার করতে চাইছি এবং নিজেকে নিজের ভূমিকায় দেখতে চাইছি। আমি উপলব্ধি করছি যে আমি আসলে কিছুটা ধীরে এগোতে পারে,” ক্লোয়ি গ্রেস মোরেট্জ বলেন।
সম্প্রতি তিনি ক্রাইম ড্রামা ‘নভেম্বর ক্রিমিনাল’ এবং থ্রিলার ‘ব্রেইন অন ফায়ার’ চলচ্চিত্র দুটির কাজ শেষ করে এনেছেন। শেষ চলচ্চিত্রটিতে তিনি মার্কিন সাংবাদিক এবং লেখক সুসানা ক্যালাহানের ভূমিকায় অভিনয় করেছেন। এই নারী এক বিরল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, তার হাসপাতালে থাকার অভিজ্ঞতাই ফিল্মটির কাহিনী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন