শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাজ্যসহ ইউরোপের চার দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ফিলিস্তিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৬:৩৪ পিএম

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ার কারণে ইউরোপের দেশ অস্ট্রিয়া, যুক্তরাজ্য, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতদের তলব করেছে ফিলিস্তিন। এসব রাষ্ট্রদূতকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এর ব্যাখ্যা দেয়ার অনুরোধ করেছে ফিলিস্তিন। -আনাদুলু এজেন্সি

সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ সম্পর্কে তদন্ত করার কথা বলা হয়েছিল ওই প্রস্তাবে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায়ও এ প্রস্তাব তোলা হয়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আমাল জাদু ইউরোপের এ চার দেশের বিপক্ষে ভোট দেয়ার নিন্দা জানিয়ে বলেন, এর মাধ্যমে ইসরায়েলকে ফিলিস্তিনির ওপর আগ্রাসন ও ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘনের সবুজ সংকেত দেয়া হয়েছে।

তিনি বলেন, এ ধরনের ভোট হত্যা ও আগ্রাসনের সংস্কৃতিকে জোরদার করবে, ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে মানবতাবিরোধী অপরাধ করার সুযোগ করে দেবে। জার্মানিও ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ জার্মান রাষ্ট্রদূতকেও তলব করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন