রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্যাক্তিগত উন্নয়ন ও আত্মনির্ভরশীল জাতি গঠনে প্রাণি সম্পদ উন্নয়ন অব্যাহত রাখতে হবে - সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ১:৫৮ পিএম

মাগুরা সদর উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক আয়োজিত "প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১
এর শুভ উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর এ কথা বলেন।

স্থানীয় এ জি একাডেমি ক্রীড়া চত্বরে শনিবার দুপুরে মাগুরার জেলা প্রশাসক ড, আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা ডাঃ মোঃ হাদিউজ্জামান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ারুল করিম। অনুষ্ঠানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন আর তারই ধারবাহিকতায় দেশে প্রাণিসম্পদ রক্ষনাবেক্ষন ও উন্নয়নে উপজেলা ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারি কাজে নিয়োজিত রয়েছে। জনগনকে সরকারের এ সহযোগীতা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখার আহবান জানান। মাগুরা শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায়ও অনুরূপ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন