কোভিড-১৯ মহামারী ভারতে ভয়াবহ সঙ্কটের সৃষ্টি করেছে। ৪৫ বছরের কম বয়সীদের জন্য টিকার স্বল্পতা দেখা দিয়েছে দেশটিতে। এই সঙ্কটের মধ্যে দক্ষিণ ভারতের অভিনেত্রী মীরা চোপড়া অসদোপায় অবলম্বন করে প্রথম ডোজের টিকা নিতে চেষ্টা করেছেন। মীরা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া আর পরিণীতি চোপড়াদের দূর সম্পর্কের বোন। তিনি দক্ষিণ ভারতের চলচ্চিত্রাঙ্গনে একজন পরিচিত মুখ। মূলত তেলুগু আর তামিল ফিল্মে অভিনয় করেন। ২০১৪’র ‘গ্যাং অফ গোস্ট’ দিয়ে বলিউডে তার অভিষেক হয়। ২০১৬’র ‘নাইন্টিন টোয়েন্টি : লন্ডন’ ফিল্মেও তিনি অভিনয় করেছেন। জানা গেছে, মুম্বাইয়ের কাছে থানে এলাকায় একটি টিকাদান কেন্দ্রে তিনি টিকা নিয়েছেন। তিনি টুইটার আর ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন টিকা নেয়ার। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে স্থানীয় কাউন্সিলর মীরার পরিচয়পত্রের কপি প্রকাশ করে দেন যাতে মীরার পরিচয় উল্লেখ করা আছে ওম সাই আরোগ্য কেয়ার প্রাইভেট লিমিটেডের সুপারভাইজার হিসেবে এই অনৈতিক পদক্ষেপ প্রকাশিত হবার পর তিনি তার ছবি সোশাল মিডিয়া থেকে প্রত্যাহার করে নেন। কাউন্সিলর এই ঘটনার তদন্ত দাবি করেছেন এবং জানতে চেয়েছেন তিনি আদৌ ওম সাই আরোগ্য কেয়ার প্রা. লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট কিনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন