শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিরাজদিখানে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু, আহত দুই

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ৭:২৫ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃষ্টির মধ্যে মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে অপুর্ব বর্মন(১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অপু বর্মন (২১) এবং পরিচয় বর্মন নামে দুই যুবক আহত হয়েছেন। নিহত অপুর্ব বর্মন উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর জেলে পাড়া গ্রামের স্বপন বর্মনের ছেলে এবং আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজের এইচ এসসির পরীক্ষার্থী । পরিচয় ও অপু বর্মনের বাড়ী একই গ্রামে। আজ রবিবার বিকাল ৩ টায় উপজেলার শেখরনগর মাঠে ফুটবল খেলতে গিয়ে এ ঘটনা ঘটে । আহত দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে ।

শেখরনগর ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম এবং শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নাসির শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , দুপুর দিকে বৃষ্টি হলে রায় বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশন স্কুল মাঠে ফুটবল খেলতে ছিল যুবকরা । ওই সময় বজ্রপাতে এক কলেজ ছাত্র মারা যায় এবং অপর দুইজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন