বলিউডের অভিনেত্রী বলে যে সারাটা জীবন বিব্রতকর পরিস্থিতি এড়ানো যাবে তা কিন্তু নয়। এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে অনেককেই। ‘পিঙ্ক’ অভিনেত্রী তাপসী পান্নুকেও একটা সময় যে কোনো এক সাধারণ মেয়েকে যেমন বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে হয় তেমনি করতে হয়েছিল।
তাপসী জানান, কলেজ জীবনে তিনি ইভটিজিংয়ের শিকার হয়েছিলেন। তার মতে, দুঃখজনক হলেও এখনো সেই পরিস্থিতি থেকে সমাজের উত্তরণ হয়নি এবং তাকে এখনো একই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়।
একটি প্রকাশনাকে অভিনেত্রীটি জানান, এই কিছুদিন আগে মুম্বাইতেই একই ধরনের বিব্রতকর অবস্থায় পড়েছিলেন।
তিনি জানান, সেদিন সন্ধ্যায় এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। ফোনে কথা বলতে রাস্তা পার হবার সময় মোটরবাইক আরোহী দুই তরুণ তাকে নিয়ে বিরূপ মন্তব্য করে এবং তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। দুই তরুণ ধারণা করেছিল তাপসী তাদের দেখতে পায়নি। তিনি ফিরে যখন তাদের দিকে কড়া দৃষ্টিতে তাকান তারা ঘাবড়ে যায় এবং দ্রæত স্থান ত্যাগ করে।
তার মতে প্রতিক্রিয়া দেখালে ইভটিজাররা সমান ভয় পায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন