রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সংক্রমন প্রতিরোধে টিকা গ্রহনের কার্ড দেখাতে বলায় ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে মালামাল রফতানি না করার হুমকি

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ৪:১৩ পিএম

স্বাস্থ্য বিধি মানার কথা বলায় ভারতীয় ব্যবসায়ীরা নারাজ হয়ে হিলি স্থল বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় মালামাল রপ্তানি বন্ধ করার স্বিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনকে দেয়া চিঠিতে আগামী ৯ জুন থেকে এই স্বিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছ্।ে

হিলি সিএন্ডএফ এজেন্ডের সুত্র মোতাবেক আমাদের সংবাদদাতা জানান, করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হিলি স্থলবন্দর দিয়ে সীমিত পরিসরে পণ্য আমদানির বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দিয়ে ভারতীয় ট্রাক চালকদের করোনা টিকা গ্রহনের কার্ড দেখানোর কথা উল্লেখ করা হয়। একইসাথে করোনা সংক্রমন প্রতিরোধে সীমিত আকারে মালামাল আমদানির করার কথা বলা হয়। এই চিঠির পর ভারতীয় ব্যবসায়ীরা রবিবার রাতে বাংলাদেশের ব্যবসায়ী হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েন বরাবরে চিঠি পাঠিয়ে ৯ জুন থেকে রফতানি বন্ধের চিঠি দেয়। উল্লেখ্য হিলিসহ বাংলাদেশের সকল স্থল বন্দর দিয়ে রফতানিকৃত মালামাল নিয়ে ভারতীয় ট্রাক চালক ও হেলপার করোনা নেগেটিভের কোন সনদ ছাড়াই বাংলাদেশে প্রবেশ করে আসছে। গত মাসে হিলি পৌরসভার মেয়র চলন্ত এতে বাধা দেয়। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠন ৩১ মে থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিত্বের ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়। এরই প্রেক্ষিতে তারা ভারতীয় ব্যবসায়ী সংগঠনের কাছে ট্রাক চালকদের টিকা গ্রহনের কার্ড প্রদর্শের পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে তারা উল্টো বাংলাদেশী ব্যবসায়ীদের মালামাল পরিবহন তথা রফতানি না করার হুমকি দিয়ে চিঠি দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন