শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সম্পর্ক আরেক ধাপ এগিয়ে নেবার চেষ্টায় জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০৪ এএম

একসময়ের প্রেমিক-প্রেমিকা এবং বর্তমানে ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা বেন অ্যাফ্লেক এবং গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ সম্প্রতি সন্ধি করেছেন। এখন তারা তাদের সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন। পিপল সাময়িকীর এক সূত্র জানিয়েছে জেলো গত সপ্তাহান্ত লস অ্যাঞ্জেলেসে পেশাগত কারণে এসেছেন এবং তিনি অ্যাফ্লেকের সঙ্গে কিছুটা সময় কাটাবার জন্য সচেষ্ট ছিলেন। সূত্র বলেছে,‘তারা লস অ্যাঞ্জেলেস আর মায়ামিতে আসাযাওয়ার মধ্যে কাটাবে। তারা পরস্পরের সান্নিধ্যে সুখী।’ এই সূত্র আরও বলেছে, জেলো এবং দুবার অস্কার জয়ী অ্যাফ্লেক ধীরে তাদের ভবিষ্যৎ নিয়ে আলাপ করা শুরু করেছেন। এটি সাময়িক সম্পর্ক নয়, তারা একে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং দীর্ঘস্থায়ী করতে চেষ্টা করছে। মায়ামিতে এই যুগলের একসঙ্গে ছবি ওঠার এক সপ্তাহ পর তারা লস অ্যাঞ্জেলেসে মিলিত হলেন। ২০০২ সালে লোপেজ আর অ্যাফ্লেকের বাগদান হয় ২০০৪ সালে তা ভেঙে যায়। তারা জুটি হয়ে জার্জি গার্লস’ এবং ‘জিলি’তে অভিনয় করেন। লোপেজ সম্প্রতি বাস্কেটবল তারকা অ্যালেক্স রডরিগেজের সঙ্গে বাগদান ভেঙে দেন এবং অ্যাফ্লেক অভিনেত্রী আনা দ্য আরমাসের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন। লোপেজ প্রাক্তন স্বামী মার্ক অ্যান্থনির ১৩ বছর বয়সী যমজ সন্তানের মা। অ্যাফ্লেক অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে ৯, ১২ ও ১৫ বছর বয়সী তিন সন্তানের বাবা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন